সম্প্রতি, “বরিশাল মেডিকেলের টেন্ডার দখল কে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ” শিরোনামে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনির ছবি যুক্ত করে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল২৪ ‘বরিশাল মেডিকেলের টেন্ডার দখল কে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ’ শিরোনাম বা তথ্যে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটু তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটি চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১১ আগস্ট, ২০২৫ উল্লেখ রয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা তারিখ এবং লোগোর সূত্র ধরে চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১১ আগস্টে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে ‘বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দুই গ্রুপের সংঘর্ষ’ শিরোনামের প্রতিবেদনের একটি ফটোকার্ড পোস্ট করা হয়।

উক্ত ফটোকার্ডের মন্তব্যের ঘরে পাওয়া প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১০ আগস্ট (রোববার) রাতে সংঘটিত এ ঘটনায় মহিউদ্দিন রনিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে পাঁচজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অর্থাৎ, চ্যানেল২৪ আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত অন্য কোনো সূত্রেও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে টেন্ডার দখলকে কেন্দ্র করে সংঘাত শীর্ষক কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ছবি যাচাই
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির উৎস অনুসন্ধানে গত ১০ আগস্টে বাংলা ভিশনের ওয়েবসাইটে ‘পাঁচ ঘণ্টা পর বরিশালের সড়ক অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

সুতরাং, ‘বরিশাল মেডিকেলের টেন্ডার দখল কে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।