সিলেটে শিক্ষক কর্তৃক ছাত্রীদের হিজাব নিয়ে টানাটানি ও গায়ে হাত দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর

সম্প্রতি, সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার হলে এক শিক্ষক ছাত্রীদের হিজাব নিয়ে টানাটানির পাশাপাশি মেয়েদের গায়ে হাত দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের হিজাব নিয়ে শিক্ষকের টানাটানি কিংবা তাদের গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে ওই বিদ্যালয়ে এসএসসির গণিত পরীক্ষার দিন ১৫ মিনিট দেরিতে প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষকের নিকট শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশকালে ধারণ করা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারিতে এসএসসির গণিত পরীক্ষার দিন সিলেট নগরীর দি এইডেড হাই স্কুলের উপকেন্দ্র কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে দেরিতে প্রশ্নপত্র দেওয়া এবং ২০১৯ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১৬ সালের প্রশ্নপত্র প্রদানের অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্র দেরিতে দেওয়ায় ঐ কক্ষগুলোর পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় চাইলে তাদের সময় না দিয়ে উল্টো খারাপ আচরণ করে উত্তরপত্র পর্যবেক্ষকরা তুলে নেন বলে জানান তারা। মেয়ে শিক্ষার্থীদের হিজাব খুলে নেওয়া, ছেলেদের টাই খুলে নেওয়াসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন পরীক্ষার্থীরা। এসব বিষয় নিয়ে পরীক্ষা পরবর্তী সময়ে ঐ বিদ্যালয়ের শিক্ষকদের নিকট ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবক। ঐ ক্ষোভ প্রকাশকালীন সময়ে ধারণকৃত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ছাত্রীদের হিজাব নিয়ে শিক্ষকের টানাটানি ও তাদের গায়ে হাত দেওয়ার দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও সিলেটে হিন্দু শিক্ষক কর্তৃক ছাত্রীদের হিজাব নিয়ে টানাটানি করার দাবিতে একই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় তথ্যটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img