ভারতে নির্যাতনের শিকার এই ব্যক্তি অমুসলিম, তিনি বেঁচে আছেন

সম্প্রতি ‘আহ ভারতে মুসলিম হত্যা কতই না সহজ’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তিকে আরেক ব্যক্তির সাথে মিলে একজনকে রাস্তায় পেলে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির নাম বলবিন্দর সিং। তিনি মুসলিম ধর্মাবলম্বী নন এবং তিনি মারাও যাননি। এছাড়া, এই ঘটনায় ধর্মীয় বিষয়ের কোনো সংশ্লিষ্টতা ছিলো না বলেও প্রতীয়মান হয়। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ০৭ আগস্ট ‘Repeatedly punched and kicked’: 2 Punjab commandos assault journalist; suspended’ শিরোনামে হালনাগাদকৃত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ০১ আগস্ট ভারতের পাঞ্জাব রাজ্যের বাটালায় বলবিন্দর সিং নামের এক সাংবাদিককে দুজন পুলিশ সদস্য মারধর করে। 

বাটালার সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট সুহেল কাসিম মীর জানিয়েছেন, “হামলাকারী সাব-ইন্সপেক্টর মনদীপ সিং এবং সুরজিৎ বাথিন্ডায় নিযুক্ত পাঞ্জাব পুলিশ কমান্ডোদের ৫ম ব্যাটালিয়নের সদস্য। স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাদের বাটালায় মোতায়েন করা হয়েছিল”।

বাটালা শহরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জীব কুমার বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে যে দুই অফিসার তাদের মোতায়েনের সময় বাটালার একটি হোটেলে অবস্থান করছিলেন। সেখানেই সাংবাদিক বলবিন্দর তাদের কাছে যান এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা তাদের উপস্থিতির সাথে সম্পর্কিত বলে জানা গেছে”।

কথোপকথনের সঠিক প্রকৃতি তদন্তাধীন, তবে মনে হচ্ছে জিজ্ঞাসাবাদের ধরণ অফিসারদের সাথে ভালোভাবে মানানসই ছিল না যার ফলে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়, পরিস্থিতি আরও খারাপ হয় এবং দুই সাব-ইন্সপেক্টর সাংবাদিককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বলবিন্দর সিংয়ের বক্তব্যের ভিত্তিতে পুলিশ বিষয়টি আমলে নেয় এবং ০২ আগস্ট সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করে। হামলাকারী সাব-ইন্সপেক্টর মনদীপ সিং এবং সুরজিৎকে বরখাস্ত করা হয়েছে। 

একই বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে গত ০৯ আগস্ট ‘Punjab: Two cops suspended for assaulting journalist in Batala’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

অর্থাৎ, ভারতে দুইজন পুলিশ সদস্যের দ্বারা নির্যাতিত এই ব্যক্তি মুসলিম নয় এবং তিনি বেঁচে আছেন। 

সুতরাং, ভারতে মুসলিম ব্যক্তিকে হত্যার ভিডিও দাবিতে অমুসলিম ব্যক্তিকে নির্যাতনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img