সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্র্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ক্যাসিনোকাণ্ডের সাথে জড়িত গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত পুরোনো একটি প্রতিবেদনের ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টেলিভিশনের একটি লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পর্যালোচনা করেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে টাকা উদ্ধারের কোনো সংবাদ বা ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশপাশি অন্যকোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও সময় টিভির প্রতিবেদনে ব্যবহৃত সময় টিভির লোগোর অ্যানিমেশনের সাথে আলোচিত ভিডিওর লোগোর অ্যানিমেশনের পার্থক্য লক্ষ্য করা যায়। আলোচিত ভিডিওর ‘সময়’ লেখা লোগোটির অক্ষরগুলো উল্লম্বিকভাবে ঘুরতে দেখা যায়। অপরদিকে সময় টিভিতে প্রচারিত প্রতিবেদনের লোগোর অক্ষরগুলো অনুভূমিকভাবে ঘুরতে দেখা যায়। এছাড়াও সময়টিভির লোগোতে ‘সময়’ লেখার নিচে পৃথিবীর মানটিত্র রয়েছে।
পরবর্তীতে আলোচিত ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে ইলেক্ট্রনিক গণমাধ্যমে আরটিভি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার, আ.লীগের দুই নেতা পলাতক শীর্ষক শিরোানামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনের ১ মিনিট ১০ সেকেন্ড থেকে লকার ভাঙার ফুটেজ থেকে পরবর্তী বেশকিছু ফুটেজের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত টাকা উদ্ধারের ফুটেজগুলোর সাথে আরটিভির প্রতিবেদনে থাকা ফুটেজগুলোর মিল লক্ষ্য করা যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, উক্ত ভিডিওটি ২০১৯ সালে অবৈধ ক্যাসিনো বাণিজ্যের সাথে জড়িত ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া এবং তার ভাই ও একই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ারসহ তাদের সহযোগী ও কর্মচারীদের বাসায় র্যাবের অভিযান চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং অস্ত্র উদ্ধারের ঘটনার।
একই ঘটনায় সেসময় আরেক ইলেক্ট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rtv News Update Youtube Channel: কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার, আ.লীগের দুই নেতা পলাতক
- Independent Television Youtube Channel: (LIVE) ৫ কোটি টাকা- ৮ কেজি স্বর্ণালঙ্কার জব্দ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ।। Casino Dhaka
- Rumor Scanner’s Analysis