বেলুগা প্রজাতির তিমি সমুদ্র তীরে ভেসে আসার ভিডিওটি পুরোনো

গত ৩০ জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরই প্রেক্ষিতে, ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে দাবি করা হচ্ছে, কামচাটকা উপদীপের উপকূলে ভূমিকম্পের একদিন আগে সমুদ্র তীরে ভেশে আসে বেলুগা প্রজাতির পাঁচটি তিমি।

মূলধারার গণমাধ্যম যুগান্তর এর ফেসবুক পেজে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

যুগান্তরের সংবাদে ভিডিও ক্লিপটি দেখিয়ে বলা হয়, “তবে এই শক্তিশালী ভূমিকম্পের ঠিক এক দিন আগেই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ঘটে এক অদ্ভুত ঘটনা। সেখানে সমুদ্র তীরে ভেসে আসে বেলুগা প্রজাতির পাঁচটি তিমি। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ দাবি করছেন, প্রকৃতি আগেই সতর্ক করেছিল কিন্তু তাতে কেউ গুরুত্ব দেননি।”

ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বেলুগা প্রজাতির পাঁচ তিমির সমুদ্র তীরে ভেসে আসার এই ভিডিও ক্লিপটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিও ক্লিপটি ২০২৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান, এর সাথে গত ৩০ জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে আঘাত হানা ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। 

এই বিষয়ে অনুসন্ধানে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যম ‘kamchatinfo.com’ -এর ইউটিউব চ্যানেল ‘kamchat100’ -এ ২০২৩ সালের ১৩ আগস্ট ‘Жители Камчатки не дали погибнуть семье белух’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপটির মিল রয়েছে।

ক্যাপশনটির ক্যাপশনে বলা হয়, কামচাটকাবাসী বেলুগা পরিবারটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। (অনূদিত)

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজউইক’ -এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৫ই আগস্ট প্রকাশিত ‘Video Shows Russian Fishermen Rescuing Beached Beluga Whales’ শিরোনোমের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে কামচাটকা-ইনফর্ম -এর একই ইউটিউব ভিডিওটি সংযুক্ত থাকতে দেখা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, স্থানীয় সংবাদমাধ্যম কামচাটকা-ইনফর্ম জানিয়েছে, চারটি প্রাপ্তবয়স্ক এবং একটি ছোট শাবকসহ মোট পাঁচটি বেলুগা তিমিকে রাশিয়ার সুদূর পূর্বে তিগিল নদীর মুখের কাছে একটি সৈকতে আটকে থাকতে দেখা যায়। কয়েকজন স্থানীয় জেলে এই তিমি দলটিকে তাদের বিপদজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেন। তারা তিমিগুলোর উপর সমুদ্রের জল ঢেলেছিলেন এবং জোয়ার ফিরে না আসা পর্যন্ত মাছ খাইয়ে তাদের সুস্থ রেখেছিলেন।

রাশিয়ান সংবাদমাধ্যম pravda.ru সেই সময়ে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল এবং তাদের প্রতিবেদনে কামচাটকা-ইনফর্ম -এর একই ইউটিউব ভিডিও সংযুক্ত রয়েছে।

এছাড়া, ‘ViralBear’ নামক এক ইউটিউব চ্যানেলে ‘Heroic fishermen rescue family of five beluga whales stranded in Kamchatka’s Tigilsky district’ শিরোনামে ২০২৩ সালের ১৮ আগস্ট একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, এটি নিশ্চিত যে এই ফুটেজটি ২০২৩ সালের আগস্ট মাস থেকেই ইন্টারনেটে রয়েছে।

সুতরাং, ২০২৩ সাল থেকেই ইন্টারনেটো বিদ্যমান ভিডিওকে সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন আগে ভেসে আসা বেলুগা প্রজাতির তিমির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img