শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ব্যক্তি মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবিতে প্রচার

সম্প্রতি, শায়েস্তাগঞ্জে পানির ট্যাংকের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টগুলোতে দাবি নিহত ব্যক্তিদের হত্যা করে তাদের লাশ সেখানে ফেলে রাখা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওর লাশ উদ্ধারের ঘটনার সাথে হত্যাকাণ্ডের সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ১৩ জুলাই Channel 24 এর ইউটিউব চ্যানেলে হবিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃ-ত্যু শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এর ১০ সেকেন্ড থেকে দেখানো লাশ উদ্ধারের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সাবাসপুর গ্রামে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা ওই নির্মাণাধীন ভবনের শ্রমিক ছিলেন। নির্মাণ কাজের সময় তারা সেপটিক ট্যাংকে নামলে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরেক মূলধারার গণমাধ্যম এনটিভিতে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। 

সুতরাং, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের ভিডিওকে হত্যাকাণ্ডের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img