গত ২৮ জুলাই গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। এরই প্রেক্ষিতে, ‘পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা হতে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস টেকেরহাটে দুর্ঘটনার কবলে পড়েছে। প্রাপ্ত তথ্যমতে, ১২ জন ‘ স্পট ডেথ ‘, অনেকেই গুরুতর আহত হয়ে ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আল্লাহ সকলকে হেফাজত করুক!’ শীর্ষক দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হন নি। প্রকৃতপক্ষে উক্ত দুর্ঘটনায় এখন অবধি ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাস চালক। এছাড়া এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৯ জুলাই “গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক নিহত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলায় ঘটা এ দুর্ঘটনায় চেয়ারম্যান পরিবহনের বাসের চালক রফিক সিকদার (৪৩) নিহত হন।
এছাড়া, এই ঘটনায় জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে ২০২৫ সাথের ২৯ জুলাই “মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, চালক নিহত” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনুর ইসলামের বরাতে বলা হয় বলা হয়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস মুকসুদপুরে বরইতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে বাসচালকসহ ১৫ জন আহত হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাসচালককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (১,২,৩) প্রচার করে।
সুতরাং, গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় ১ জন নিহতের ঘটনাকে ১২ জন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক নিহত
- Kaler Kantho – মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, চালক নিহত