সম্প্রতি, ‘ইন্নালিল্লাহ কিছুক্ষণ আগে আমেরিকায় তেল রিজার্ভ ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন নিহত ৭ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অগ্নিকাণ্ডের এই ভিডিওটি আমেরিকার নয় বরং, এটি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পেইন্ট ফ্যাক্টরিতে আগুনের ঘটনা।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে মেলবোর্নের স্থানীয় গণমাধ্যম ‘7NEWS Melbourn’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ১৭ সেকেন্ড অংশ থেকে ৩৪ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, মেলবোর্নের ড্যান্ডেনং সাউথে একটি পেইন্ট ফ্যাক্টরিতে বিস্ফোরণে একজন নিখোঁজ এবং চারজন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে দুজন অগ্নিনির্বাপক কর্মী রয়েছেন।
উল্লিখিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত ভিডিওর বিষয়ের আন্তর্জাতিক গণমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৮ ডিসেম্বর “One missing and four hospitalised as firefighters battle huge Melbourne factory fire” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় মেলবোর্নের দক্ষিণ-পূর্বে একটি পেইন্ট কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় একজন নিখোঁজ এবং দুই দমকলকর্মীসহ চারজন হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে সেসময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (১,২,৩,৪) প্রচার করে।
সুতরাং, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পেইন্ট ফ্যাক্টরিতে আগুনের ঘটনাকে সাম্প্রতিক সময়ে আমেরিকায় তেল রিজার্ভ ফ্যাক্টরিতে আগুন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- 7NEWS Melbourn – Four injured as a Dandenong South paint factory explodes in flames
- The Guardian – One missing and four hospitalised as firefighters battle huge Melbourne factory fire