সম্প্রতি বাংলাদেশি টিভি অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী দাবিতে ‘নতুন লুকে আমাদের বাংলা নাটকের ‘সুহাসিনী’ তানজিম সাইয়ারা তটিনী’ ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর নয়। প্রকৃতপক্ষে, একজন ভারতীয় অভিনেত্রীর ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, Focus Media নামক ইউটিউব চ্যানেলে গত ২৯ জুন ‘Bengali actress mokksha at kerala’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ছবিগুলোর আংশিক সাদৃশ্য রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সাথে এই ভিডিওতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবি দুইটিতে থাকা নারীদের চেহারা ভিন্ন। মূলত, ভিডিওটি থেকে কয়েকটি ভিন্ন ফ্রেমে স্ক্রিনশট সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তির মুখমণ্ডলের স্থলে তটিনীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে প্রচারিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

ভিডিওটির শিরোনামে থাকা ‘Bengali actress mokksha at kerala’ তথ্যটির সূত্র ধরে পৃথা সেনগুপ্ত, পেশাগতভাবে ‘মোক্ষা’ নামে পরিচিত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ জুনের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে উক্ত অভিনেত্রীকে ট্যাগ করে Reshma নামক একজন আলোকচিত্রী কিছু ছবি প্রকাশ করেন। অভিনেত্রী মোক্ষার এসব ছবিতে তার মুখমণ্ডল ব্যতীত তার পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর সাথে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে।
সুতরাং, অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Tanjim Saiara – Instagram Account
- Focus Media – YouTube Video
- Mokksha – Instagram Account
- Tales of Reshma – Instagram Post