হেলিকপ্টার থেকে গোপালগঞ্জবাসীর লাশ ফেলা হচ্ছে দাবিতে সামরিক প্রশিক্ষণের পুরোনো ভিডিও প্রচার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনায় গত বুধবার (১৬ জুলাই) রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন অবধি ০৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এরই প্রেক্ষিতে, “গোপালগঞ্জে নিখোঁজ ৩৯১ জন নিরীহ মানুষ। আর এদিকে হেলিকপ্টার থেকে নদীতে ফেলা হচ্ছে সারি সারি লাশ।” ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেট প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি হেলিকপ্টার থেকে লাশ ফেলার কোনো দৃশ্যের নয় বরং, ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো সামরিক প্রশিক্ষণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘shohan_tgs0.2’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২০ ফেব্রুয়ারি আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison : Rumor Scanner

ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে হেলিকপ্টার হতে সৈন্যদের সারিবদ্ধভাবে পানিতে নামতে দেখা যায়। অর্থাৎ, আমাদের পর্যবেক্ষণে ভিডিওটি কোনো সামরিক প্রশিক্ষণের বলে প্রতীয়মান হয়।

এছাড়াও, একই ভিডিওটি ‘@MDRiazH-j2b’ ইউটিউব অ্যাউন্টে শর্টস আকারে গত ১ জুলাই প্রচার করতে দেখা যায়।

অর্থাৎ, এটি হেলিকপ্টার থেকে লাশ ফেলার কোনো দৃশ্য নয়। গোপালগঞ্জে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, ভাংচুর ও নিহতের ঘটনার সাথেও এই ভিডিওর সম্পর্ক নেই।

উল্লেখ্য,  তবে ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

সুতরাং, ইন্টারনেট থেকে সামরিক প্রশিক্ষণের ভিডিও সংগ্রহ করে তা দিয়ে হেলিকপ্টার থেকে গোপালগঞ্জবাসীর সারি সারি লাশ ফেলা হচ্ছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Shohan_tgs0.2 : TikTok Video
  • @MDRiazH-j2b : YouTube Shorts

আরও পড়ুন

spot_img