নড়াইলে ছাত্রলীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে বরিশালে গ্রিন লাইন বাসে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার

গোপালগঞ্জে সম্প্রতি গনহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, নড়াইল জেলা ছাত্রলীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে গ্রিন লাইন পরিবহনের একটি বাস আগুনে পুড়তে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের আজকের (২০ জুলাই) হরতালের নয়; বরং, এটি গত মার্চে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে, গত ৬ মার্চ ‘Buses of Barguna’ নামের ফেসবুক গ্রুপে ‘MD Shawon’ নামের একটি আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল দেখা যায়। উভয় ভিডিওতেই গ্রিন লাইন পরিবহনের একই বাস আগুনে পুড়ে যেতে দেখা যায়।

Comparison: Rumor Scanner. 

সেদিন যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত “ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঢাকা-বরিশালগামী গ্রিন লাইন বাস” শীর্ষক ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল দেখা যায়।

জাগোনিউজ২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, ৬ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহার মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে ওই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, প্রায় আধাঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। 

একই তথ্য ওই সময়ে প্রকাশিত দেশিয় অন্যান্য গণমাধ্যমেও (,,) পাওয়া যায়।

সুতরাং, গত মার্চে বরিশালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে আগুন লাগার ভিডিওকে নড়াইল জেলা ছাত্রলীগের আজকের (২০ জুলাই) হরতাল পালনের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img