আ. লীগের হরতাল সমর্থনে দোকানপাট বন্ধ দাবিতে ভারতের ছবি প্রচার

গোপালগঞ্জে সম্প্রতি গনহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর প্রেক্ষিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল পালন করছে এমন দাবিতে দোকানপাট বন্ধের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের নয় বরং, ভারতের শিলিগুড়ির একটি এলাকার দোকান বন্ধ থাকার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷  

এ বিষয়ে অনুসন্ধানে ছবিটি বিশ্লেষণ করে দেখে রিউমর স্ক্যানার। ছবিতে হাতের ডানদিকে থাকা একটি দোকানের নাম ‘Music Corporation’ এবং হাতের বামদিকে থাকা আরেকটি দোকানের নাম ‘Friends Footwear’ বলে চিহ্নিত করতে সক্ষম হয় রিউমর স্ক্যানার। পরবর্তীতে এর সূত্রে গুগল ম্যাপে বিভিন্ন কিওয়ার্ডে অনুসন্ধানের পর মিউজিক করপোরেশন নামের দোকানটির সন্ধান পাওয়া যায়। গুগল ম্যাপে থাকা দোকানটির সাইনবোর্ডের ছবিটির সাথে আলোচিত ছবিতে থাকা দোকানের সাইনবোর্ডের মিল খুঁজে পাওয়া যায়।

গুগল ম্যাপে দেওয়া তথ্য অনুযায়ী, এটি ভারতের শিলিগুড়ির হাকিম পাড়ায় ১১ নং ওয়ার্ডের বিধান মার্কেটের একটি দোকান।

প্রচারিত ছবিতে থাকা এই দোকানটি যে গলিতে রয়েছে সে গলিতে একই সারিতে আরো একাধিক দোকান রয়েছে। গুগল ম্যাপে সেসব দোকানের ছবিও পাওয়া যাচ্ছে। এগুলোর সাথে তুলনা করেও আলোচিত ছবিটি উক্ত গলির বলেই নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

ওপেন সোর্স অনুসন্ধানে ছবিটি কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে ছবিটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের শিলিগুড়ির একটি এলাকায় দোকানপাট বন্ধ থাকার দৃশ্যকে আজকের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img