গোপালগঞ্জে সম্প্রতি গনহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর প্রেক্ষিত, রাজধানীর গুলিস্তান এলাকায় একটি যাত্রিবাহী বাসে আগুন দেওয়া হয়েছে দাবিতে একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: চ্যানেল২৪ (ইউটিউব), সময়ের আলো, নিউজজি২৪।
চ্যানেল ২৪-এর ওয়েবসাইটেও একই দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করে পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের আজকের (২০ জুলাই) হরতালের নয়; বরং, এটি ২০২৩ সালের ৩ ডিসেম্বর গুলিস্তানের ‘ভিক্টর ক্লাসিক’ নামের একটি বাসে আগুনের ঘটনার দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে আশপাশের ভবন ও অবকাঠামোর সূত্র ধরে গুগল ম্যাপ ব্যবহার করে নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থলটি গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের এলাকা।
এই তথ্যের ভিত্তিতে আরও অনুসন্ধানে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত “গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে আগুন” শীর্ষক একটি প্রতিবেদনের সঙ্গে ভিডিওটির মিল দেখা যায়।

এছাড়া, একই তারিখে সামাজিক মাধ্যমেও ‘ভিক্টর ক্লাসিক’ বাসে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও (১,২,৩,৪,৫) পাওয়া যায়, যেগুলোর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল দেখা যায়।
২০২৩ সালের ৩ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ওইদিন দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে ‘ভিক্টর ক্লাসিক’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি চলছিল, যার মধ্যেই এ আগুনের ঘটনা ঘটে।
আজ (২০ জুলাই) গুলিস্তানে কোনো বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে কিনা, তা জানার জন্য অনুসন্ধানে ‘Global TV Bangladesh’ নামের অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি সরজমিন লাইভ ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনেটিতে আজকে গুলিস্তানে বাসে আগুন লাগার বিষয়ে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বক্তব্য দেখানো হয়। বক্তব্যে তারা জানান, আজ সেখানে কোনো বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেনি।
এছাড়া, ঢাকা টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর নামে যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো অনেক পুরনো এবং আজকের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই এলাকায় এমন কোনো নাশকতার ঘটনা ঘটেনি।”
সুতরাং, ২০২৩ সালে গুলিস্তানে বাসে আগুনের একটি ভিডিওকে আওয়ামী লীগের আজকের (২০ জুলাই) হরতালের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Google Maps: Fulbaria Super Market-1
- Somoy Tv: গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে আগুন! | Bus Fire | Gulistan | Dhaka | Somoy TV
- Prothom Alo: গুলিস্তানে বাসে আগুন
- Global TV Bangladesh: Facebook Video
- Dhaka Times: গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর ঘটনা ঘটেনি, ছড়িয়ে পড়া ভিডিও পুরনো: ডিএমপি