সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার এই দৃশ্যটি গত আগস্টের

গোপালগঞ্জে সম্প্রতি গনহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর প্রেক্ষিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়ে হরতাল অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে – শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আজ (২০ জুলাই) হরতাল পালনের দৃশ্যের নয়; বরং, এটি গত বছরের ১০ আগস্ট গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আ’লীগের নেতাকর্মীদের বিক্ষোভের ঘটনার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওগুলোতে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো থাকার সূত্রে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে একই ভিডিওর সন্ধান মেলে। গত বছরের ১০ আগস্ট “গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলো আ.লীগের নেতাকর্মীরা” শিরোনামে প্রকাশিত এই ভিডিওর বর্ণনা অনুযায়ী, সে সময় গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তায় গাছ ফেলে অবরোধ করে ভাংচুরের ঘটনাও ঘটতে দেখা যায়। 

Comparison: Rumor Scanner 

একই দিন জাতীয় দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে দলটির নেতাকর্মীর বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। সেদিন বিকেলে উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সুতরাং, গত বছরের আগস্টে গোপালগঞ্জে সেনাবাহিনী গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে আজকের (২০ জুলাই) হরতালের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img