গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে একজনের নাম রমজান কাজী বলে একাধিক গণমাধ্যমের সূত্রে জানা যায়। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “প্রয়োজনে জীবন দিব, আমার ভাই রক্ত দিয়েছে, আমিও রক্ত দিব।” ভিডিওটি আওয়ামী লীগের একজন সমর্থকের বক্তব্য দাবিতে প্রচার করা হয়।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

পরবর্তীতে, ভিডিওতে থাকা ওই যুবকের একটি স্থিরচিত্র সংযুক্ত করে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, তিনিই গোপালগঞ্জের সংঘর্ষে নিহত কোটালীপাড়ার রমজান কাজী। এই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: সমকাল, জনকণ্ঠ, মানবকণ্ঠ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি গতকাল গোপালগঞ্জে নিহত রমজান কাজী নন। বরং, এটি গত বছরের ৪ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে সিরাজগঞ্জে ধারণ করা একটি ভিডিও, যেখানে হৃদয় নামের এক আন্দোলনকারীকে বক্তব্য দিতে দেখা যায়।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Bondhu Mahol বন্ধু মহল’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৭ জুন প্রকাশিত এক পোস্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। সেখানে ওই যুবককে “জুলাই যোদ্ধা হৃদয়” হিসেবে পরিচয় দেওয়া হয়।

‘হৃদয়’ নামের সূত্র ধরে ‘Jubayer Hasan Jihad’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৭ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে ভিডিওর ওই যুবককে রমজান কাজী দাবি করে সমকালের একটি প্রতিবেদন শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে জনাব জিহাদ জানান, ৪ নম্বর ছবিতে থাকা ব্যক্তি হৃদয়, যার বাড়ি সিরাজগঞ্জ। তিনি আরও উল্লেখ করেন, একজন জীবিত মানুষকে রমজান কাজী দাবি করে গোপালগঞ্জের নিহত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
রিউমর স্ক্যানার জনাব জিহাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ভিডিওটি গত বছরের এবং ভিডিওর ওই ব্যক্তি ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের জামতলী এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন।
পরবর্তীতে হৃদয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, ভিডিওতে থাকা ব্যক্তি তিনিই। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি গত বছরের ৪ আগস্ট ধারণ করা হয় এবং সম্প্রতি একটি ফেসবুক পেজে প্রচারের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং, সিরাজগঞ্জে জুলাই আন্দোলনে অংশ নেওয়া হৃদয় নামের এক ব্যক্তির পুরোনো ভিডিওকে গোপালগঞ্জে নিহত রমজান কাজী দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bondhu Mahol বন্ধু মহল: Facebook Post
- Jubayer Hasan Jihad: Facebook Post
- Statement from Hridoy Sarker.