সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার ঘটনা দেশে এই প্রথম নয়

গত ১৩ জুলাই (২০২৫) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজিকে তাদের হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। তার এই ঘোষণা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

উক্ত বিষয়ে গণমাধ্যমের প্রচারিত সংবাদের ফটোকার্ড শেয়ার করে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা দাবি করছেন, হাজিদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়ার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ২০২২ ও ২০২৩ সালে সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

এই বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কালবেলার ওয়েবসাইটে ২০২৩ সালের ৭ আগস্ট ‘বেঁচে যাওয়া টাকা হাজিদের ফেরত দিচ্ছে সরকার’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী হাজিদের বেঁচে যাওয়া সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় সরকার। সেসময়ে অনেক হাজি এ টাকা উত্তোলন করেছেন বলেও জানানো হয়।

বাংলানিউজ২৪.কম, কালের কন্ঠ ওয়েবসাইটেও ২০২৩ সালে হাজিদের টাকা ফেরত দেওয়ার ঘোষণার তথ্য পাওয়া যায়।

এছাড়াও, জাগোনিউজ২৪.কম এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ‘হজে বেঁচে যাওয়া অর্থ ফেরত পাবেন সরকারি হাজিরা’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে থেকে জানা যায়, ২০২২ সালেও সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের বেঁচে যাওয়া অর্থ প্যাকেজ অনুযায়ী ফেরতের ঘোষণা দিয়েছিল সরকার।

এছাড়াও, বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার, ঢাকা মেইল এর ওয়েবসাইটে ২০২২ সালে হাজিদের টাকা ফেরত দেওয়ার ঘোষণার তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়াদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়া এই প্রথম নয়। 

সুতরাং, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার ঘটনা দেশে এই প্রথম দাবিতে সামজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img