গত ১০ জুলাই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এর ৩২০ শিক্ষার্থীদের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
এরই প্রেক্ষিতে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা নন বরং, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা থার্মেক্স গ্রুপের কর্ণধার ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন।
অনুসন্ধানের শুরুতে শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলটির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত স্কুলের ওয়েবসাইটে থাকা স্কুলটির চেয়ারম্যানের চেহারার সাথে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার চেহারার মধ্যে অমিল দেখা যায়।

এছাড়া, স্কুল টির প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লার রাজনীতির সাথে সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০ টা ০১ মিনিটে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা এখনো বেঁচে আছেন এবং সম্প্রতি স্কুলের শিক্ষার্থীদের শতভাগ জিপিএ-৫ পাওয়া নিয়ে তিনি গণমাধ্যমে মন্তব্যও করেছেন।
উল্লেখ্য, থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদির মোল্লার নরসিংদিতে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুল এবং আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নামক দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
সুতরাং, ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nasima Kadir Molla High School & Homes, Narsingdi- Website
- Jamaat E Islami- Website
- BBC- আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর
- Prothom Alo- এসএসসি পরীক্ষায় অংশ নিল ৩২০ জন, সবাই পেল জিপিএ-৫
- Abdul Kadir Mollah City College- Website