সম্প্রতি, “আওয়ামী লীগ আর কোনো দিন আসবে না? মনে রাখিস এটা। আমার ছাত্রলীগের ভাইদের উপর এই হামলার বিচার হবে ইনশাআল্লাহ” ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ কর্মীর নয় বরং, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ব্যক্তির ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ‘Saif Arefin Rahat’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ৬ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, ছবিতে থাকা ব্যক্তির নাম আজহারুল ইসলাম সৌরভ। তিনি গত জুলাই (২০২৪) মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে আন্দোলনে গিয়ে আহত হন।
পরবর্তীতে, উক্ত পোস্টের সূত্র ধরে ‘Azharul Islam Showrov’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ৬ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ছবির ব্যক্তিটি তিনি এবং ছবিটি জুলাই আন্দোলনের সময়ের।
সুতরাং, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ব্যক্তির ছবিকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Saif Arefin Rahat – Facebook Post
- Azharul Islam Showrov – Facebook Post