সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ফারজানা সিথির ভিডিও দাবিতে সম্প্রতি এক নারীর গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘সবকিছু ভুলে গেলেও জামাতের পেইড এজেন্ট এই নর্তকীর কথা ভূলে যাবেন না…..।’ (বানান অপরিবর্তিত)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ফারজানা সিথির নয় বরং, ইন্টারনেট থেকে এক ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘cine_biju’ নামক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৬ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। মুখমণ্ডল ব্যতীত উক্ত ভিডিওতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। অ্যাকাউন্টটির লোকেশন হিসেবে ভারত উল্লেখ রয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া যায় যে, এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়, ভিডিওর মূল ব্যক্তি স্বর্ণালী রায় (Swarnali Roy) এবং চিত্রগ্রহণের (ভিডিও ধারণ) দায়িত্বে ছিলেন Bi Ju( SK Entertainment)। অ্যাকাউন্টটি থেকে একই মেয়ের প্রচারিত আরও একটি ছবি ও ভিডিও দেখতে পাওয়া যায়। এছাড়াও, এই ছবি ও ভিডিওতে ট্যাগ করা অ্যাকাউন্টের মধ্যে ‘royswarnali007’ নামের একটি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়।
‘royswarnali007’ নামে অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত এমন ভিডিও প্রচার করা হয়ে থাকে (১, ২, ৩)। এই অ্যাকাউন্টটিরও লোকেশন হিসেবে ভারত উল্লেখ রয়েছে।
সুতরাং, ইন্টারনেট থেকে ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে জামায়াতের পেইড এজেন্ট দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র