দিনাজপুরের কথিত মুখ্য সমন্বয়ক সাদিয়া সুলতানা উপমার ভিডিও দাবিতে ভিন্ন নারীর এডাল্ট ভিডিও প্রচার

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের মুখ্য সমন্বয়ক সাদিয়া সুলতানা উপমার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর কিংবা অন্য কোনো এলাকার নারী সমন্বয়কের নয়। এছাড়া ভিডিওর নারীর নাম সাদিয়া সুলতানা উপমা নয়। প্রকৃতপক্ষে, ফারহু জারা নামের আরেক বাংলাদেশি নারীর এডাল্ট ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে zaf_zara00 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৯ মে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, এতে থাকা ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই নারীকে একই পোশাক ও অঙ্গভঙ্গিতে আয়নার সামনে দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটি ব্যতীত পোস্টটিতে থাকা ছবিগুলোতেও ওই নারীকে একই শাড়িতে দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওর নারীর নাম ফারহু জারা। এছাড়াও তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি থেকে প্রাপ্ত তার ফেসবুক আইডি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তিনি একজন বাংলাদেশি।

এছাড়াও অ্যাকাউন্টটি পর্যালোচনা করে জুলাই আন্দোলনের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার একটি ভিডিও শেয়ার করতে দেখা যায়। উক্ত শেয়ার পোস্ট ব্যতীত আন্দোলন সংক্রান্ত আর কোনো পোস্ট বা এক্টিভিটি তার প্রোফাইল লক্ষ্য করা যায়নি। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই নারীর সমন্বয়কের দায়িত্ব পালন করার দাবির সপক্ষে কোনো তথ্য প্রমান মেলেনি।

এছাড়া, অনুসন্ধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাদিয়া সুলতানা উপমা নামের কোনো নারী সমন্বয়ক খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের কথিত মুখ্য সমন্বয়ক সাদিয়া সুলতানা উপমার ভিডিও দাবিতে ভিন্ন আরেক নারীর এডাল্ট ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Farhu Zara Instagram Account Post
  • Farhu Zara Facebook Account
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img