পরী মণি নন, প্রচারিত ছবিগুলো সম্পাদিত

সম্প্রতি, চিত্র নায়িকা পরী মণির ছবি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নায়িকা পরী মণির নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘v.i.c.k.y_1.8’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৪ ফেব্রুয়ারি প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোতে মূখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায়।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশনে লোকেশন হিসেবে আর্জেন্টিনা উল্লেখ করা হয়েছে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে মেয়েটির নিয়মিত এমন ছবি প্রচার করা হয়।

অর্থাৎ, এই ছবিগুলোতে পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

উক্ত ইস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে যুক্ত থাকা Beacons.ai লিঙ্ক ইন বায়ো পেজ থেকে তার টিকটক অ্যাকাউন্টে গিয়েও ভিডিও আকারে এমন ছবি দেখতে পাওয়া যায়।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ‘v.i.c.k.y_1.8’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর নায়িকা পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা পরী মণির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img