সম্প্রতি, বাংলাদেশী মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণের নয়। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় এক নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে তাসনিয়া ফারিনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।
অলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে Jhanvi Awasthi নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ মার্চ প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টের ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, তাসনিয়া ফারিণের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত পোস্টের বেশ কয়েকটি ছবির মূখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে হুবহু মিল রয়েছে। উক্ত অ্যাকাউন্টটি পর্যালোচনা করে জানা যায়, এটি জাহ্নবী অবস্থি নামের ভারতীয় একজন নারীর অ্যাকাউন্ট। তিনি একজন ট্র্যাভেলার বা ভ্রমণকারী বলে তার প্রোফাইলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এ থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে, তাসনিয়া ফারিণের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো মূলত জাহ্নবী অবস্থি নামের ভারতীয় এক নারীর।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে জাহ্নবী অবস্থি নামক মেয়েটির ছবির ওপর বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ড প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, ইন্টারনেট থেকে জাহ্নবী অবস্থি নামের ভারতীয় এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ড বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Jhanvi Awasthi Instagram Account Post
- Rumor Scanner’s Analysis