ঈদুল আজহা উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ৭,৫০০ টাকা বোনাস দেওয়ার তথ্যটি গুজব

জুন মাসের প্রথম সপ্তাহে পালিত হতে পারে আসন্ন ঈদুল আজহা। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বিকাশ দিচ্ছে সকল বিকাশ গ্রাহককে ৭৫০০ টাকা বোনাস! যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সবাই এই অফার পাবেন।” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ৭,৫০০ টাকা ঈদ উল আজহা বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে ঈদ বোনাসের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরে বিকাশের লোগো এবং “ঈদ উল আজহা বোনাস ৭,৫০০ টাকা” শীর্ষক একটি লেখা পাওয়া যায়।  এরপর অফারের বিস্তারিত অংশে বলা হয়, “আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বিকাশ দিচ্ছে সকল বিকাশ গ্রাহককে ৭৫০০ টাকা বোনাস! যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সবাই এই অফার পাবেন। অফারটি সীমিত সময়ের জন্য। যাচাই করতে ফর্ম পূরণ করুন এবং আপনার বোনাস নিশ্চিত করুন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচের “বোনাস উত্তোলন করুন” বাটনে ক্লিক করুন।”

Screenshot: Scamming website

আরেকটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে নিজের নাম, জেলা, পেশা, কত বছর ধরে বিকাশ ব্যবহারকারী এসব তথ্য জানতে চাওয়া হয়। এর নিচে পাবলিক মন্তব্য দাবিতে একাধিক ব্যক্তির মন্তব্য দেখতে পাওয়া যায় যারা টাকা পেয়েছেন বলে স্বীকার করছেন।

Screenshot : Scamming website

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। উক্ত পেজটিতে বলা হয়, “অভিনন্দন প্রিয় গ্রাহক! সঠিক তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করুন। আপনি যে বিকাশে টাকা উত্তোলন করতে চান সেই বিকাশ নম্বরটি অবশ্যই সচল থাকতে হবে, ভেরিফিকেশনের জন্য আপনার বিকাশ নম্বরে কোড পাঠানো হবে।” এরপর বিকাশ নম্বর এবং পিন চাওয়া হয়৷ এ পর্যায়ে নিজের বিকাশ নাম্বার, তবে ভুল পিন দিলে এটি নতুন আরেকটি পেজে নিয়ে যায়।

Screenshot : Bkash payment page, redirected from Scamming website

উক্ত নতুন পেজটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। নতুন পেজের ইন্টারফেসটি হুবহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো। তাছাড়া, দাবি অনুসারে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর ৭,৫০০ টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস। অধিকন্তু, এখানে পেমেন্ট গেটওয়ের জায়গায় বিকাশ কর্তৃপক্ষের কোনো কিছুর বদলে “Maima Fashion-RM1008131” নামটি দেখা যায়৷ এছাড়াও, পূর্ববর্তী ফর্মে উল্লিখিত নিজের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকেই পেমেন্ট হতে যাচ্ছে বলে দেখা যায়। এরপর নাম্বার কনফার্ম করলে ওটিপি আসে এবং ওটিপি চাওয়া হয়। কিন্তু, নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী এর পরবর্তী ধাপ সম্পন্ন করেন নি। 

পরবর্তী অনুসন্ধানে, ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ৭,৫০০ টাকা ঈদ বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশ দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে বিকাশের ওয়েবসাইট, বিকাশের ফেসবুক পেজ বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ৭,৫০০ টাকা ঈদ বোনাস দিচ্ছে বিকাশ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img