ওয়াশিংটনে বাংলাদেশ বিষয়ে ব্রিফিং নয়, এটি দুবাইয়ে আমিরাতের প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিডিও 

সম্প্রতি ‘বাংলাদেশ জুলাই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা বাংলাদেশ পুলিশ হত্যা গুম খুন গ্রেফতার ধর্ষণ অগ্নিসংযোগ সহ বাংলাদেশ আই এস পি আর, রাষ্ট্রপতির স্পেশাল বাহিনী নেতৃত্বে আধাসামরিক বাহিনী ভুমিকা ৫ আগস্টে বৈষম্য ছাত্র রাজনীতির ষড়যন্ত্র মিথ্যা বানোয়াট গুজব আলোচিত বুলেট মাডার ২৬৭বিলিয়ন ডলার পাচার সহ বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ডিসিতে সরাসরি ব্রিফিং করছি’ ক্যাপশনে এক নারীর বক্তব্য প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের নৈরাজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দেওয়া কোনো ব্রিফিংয়ের নয় বরং চলতি বছর দুবাইয়ে অনুষ্ঠিত World Governments Summit 2025 এ সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশিমীর বক্তব্যের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমে প্রচার করা হয়েছে এবং তিনি নিজেকে প্রচারিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী নারী বলে দাবি করেছেন। এছাড়া, উক্ত নারীর পেছনের ব্যানারে ‘World Governments Summit 2025’ লিখা দেখা যায়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে World Governments Summit এর ইউটিউব চ্যানেলে গত ০৬ মার্চ ‘A Call to Action: Strengthening Global Cooperation for the SDGs | H.E. Reem Al Hashimy’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ০০:৪৬ থেকে ০১:৪৯ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর শুরুতে বক্তব্য প্রদানকারীর নারীর পরিচয় হিসেবে ‘সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রীম আল হাশিমী’ উল্লেখ করা হয়। ভিডিওতে তাকে বিশ্বজুড়ে খাদ্য নিরাত্তা ও নিরাপদ পানির অপ্রতুলতা নিয়ে এবং টেকসই উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দেখা যায়।

Screenshots: YouTube 

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রীম আল হাশিমী টেকসই উন্নয়নের উপর বৈশ্বিক অগ্রগতির একটি অকপট মূল্যায়ন প্রদান করেছেন। তিনি ২০৩০ সাল ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বাহ্যিক চ্যালেঞ্জগুলো স্বীকার করে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘাটতিগুলো মোকাবেলায় ব্যবহারিক সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদসংস্থা WAM ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারি ‘WGS: Office of Developmental Affairs stresses importance of global cooperation in humanitarian work’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওর দৃশ্যাবলীর মিল রয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, World Governments Summit এর ১২তম আসর গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা নারীর পরিচয় ‘সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রীম আল হাশিমী’। উক্ত নারী ও তার পোশাক এবং ব্যাকগ্রাউন্ডে লিখা ‘World Governments Summit 2025’ এর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।  

অন্যদিকে, পূর্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশেমীর ছবি ব্যবহার করে তামান্না ইয়াসমিন নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালনের ভুয়া দাবি করা হলে এ বিষয়ে রিউমর স্ক্যানার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশ করে।

সুতরাং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের ভিডিও দাবিতে দুবাইয়ের একটি আন্তর্জাতিক সামিটে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশেমীর বক্তব্যের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img