সম্প্রতি ‘প্রথম 240 জন যারা বলে (HELLO), আমি তাদের $10,000 দিচ্ছি এবং আমি সৎ, এখন শুরু করছি।’ ক্যাপশনে চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা দম্পতির একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনন্ত-বর্ষা দম্পতি ফেসবুক পেজ থেকে লাইভে এসে ‘হ্যালো বললে প্রথম ২৪০ জনকে $১০,০০০ করে অর্থ পুরষ্কার দেওয়ার’ ঘোষণা করেননি বরং অনন্ত জলিলের পুরোনো একটি লাইভ ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনন্ত জলিলের ফেসবুক পেজে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরে প্রকাশিত ৯ মিনিট ১২ সেকেন্ডের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়, লাইভে অনন্ত জলিলের সাথে তার স্ত্রী বর্ষাও উপস্থিত ছিলেন। উক্ত লাইভ ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত লাইভ ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেই সময় অনন্ত জলিলের চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়াতে মুক্তি উপলক্ষে অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষা সেখানে অবস্থান করছিলেন এবং সেই বিষয়ে কথা বলতেই অনন্ত জলিল তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন।
উক্ত ভিডিওতে তারা ‘হ্যালো বললে প্রথম ২৪০ জনকে $১০,০০০ করে অর্থ পুরষ্কার দেওয়া হবে’ এমন কোনো ঘোষণা দেননি।
উল্লেখ্য, পূর্বে একই ভিডিও ব্যবহার করে অনন্ত জলিল ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবি করা হলে সেসময় রিউমর স্ক্যানার এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সুতরাং, লাইভ ভিডিওর কমেন্টে ‘হ্যালো’ বললে প্রথম ২৪০ জনকে $১০,০০০ অর্থ পুরষ্কার দেওয়ার দাবিতে প্রচারিত অনন্ত-বর্ষা সম্পতির লাইভ ভিডিওটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ananta Jalil – Facebook Post