সম্প্রতি বন্দুক হাতে পাঞ্জাবি ও টুপি পরা দুই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর মাধ্যমে দাবি করা হচ্ছে, হুজুররা বন্দুক হাতে ছবি তুলছে এবং সেগুলো খোলামেলাভাবে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করছেন। এই ছবি প্রচারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রচারিত পোস্টে লেখা হয়েছে, ড. মুহাম্মদ ইউনুসের সরকার ও বাংলাদেশের প্রশাসন কখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না।

এরূপ দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো আসল নয়। বরং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবি দুইটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দুইটি ছবিতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বেশ কিছু লক্ষণ শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম। বন্দুক হাতে মধ্যবয়স্ক ব্যক্তির ছবিতে তার ডান হাতে ৭টি আঙুল, অত্যন্ত মসৃণ ত্বকের টেক্সচার (কার্টুনচিত্রের মতো) এবং অস্বাভাবিক মুখ ও চোখের অভিব্যক্তি দেখা যায়। অন্যদিকে, বন্দুক হাতে শিশুর ছবিতে তার এক পায়ে মাত্র চারটি আঙুল, বন্দুকের ছায়ার অনুপস্থিতি, অত্যান্ত মসৃণ ত্বক এবং অস্বাভাবিক মুখাবয়ব ও চোখের অভিব্যক্তি লক্ষ্য করা যায়।

ছবি দুইটি নিয়ে অনুসন্ধানে, মধ্যবয়সী ব্যক্তির ছবিটি ‘আব্বো মাইন্ড কব্বে’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। অপরদিকে, বন্দুক হাতে থাকা শিশুর ছবিটি পাওয়া যায় ‘Shohel Rana’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে। মধ্যবয়সী ব্যক্তির ছবির পোস্টকারী মন্তব্যে উল্লেখ করেছেন, এটি একটি প্রতীকী ছবি। অন্যদিকে শিশুর ছবির পোস্টকারীর মন্তব্যে যুক্ত স্ক্রিনশট থেকে জানা যায়, কয়েকদিন আগে এক বৌদ্ধ ভিক্ষুর বন্দুক হাতে তোলা একটি ছবি ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে এই ছবিটি প্রচার করা হয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে, আলোচিত ছবি দুইটি এআই কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ দিয়ে যাচাই করলে, তাতে আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% দেখা যায়।

একইভাবে ছবি দুইটি এআই কনটেন্ট যাচাইকারী আরেক প্ল্যাটফর্ম ‘এআই অর নট‘ দিয়ে যাচাই করলে তাতেও আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়।

সুতরাং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বন্দুক হাতে হুজুরদের ছবিকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Analysis by Hive Moderation
- Analysis by AI OR NOT
- Rumor Scanner’s analysis