সম্প্রতি ‘ফিলিস্তিনের সাথে আপাকে আনবার কি সম্পর্ক? আহারে সুন্নি! কারা ইসলামের আছে জাতির জানা দরকার।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে বক্তাকে ‘আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে। আজকে ফিলিস্তিনের মতো আপনাদের যেমন আফসোস হচ্ছে, যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন তাহলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে।’ বলতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০২৩ সালের ফিলিস্তিন-ইসরাইল হামলার প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশের ভিডিওকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির শুরুতে স্ক্রিনে গণমাধ্যম Dhaka Tribune এর লোগো সম্বলিত ওয়াটার মার্ক দেখা যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে Dhaka Tribune এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ অক্টোবর ‘আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বাংলাদেশের অবস্থা হবে ফিলিস্তিনের মতো’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে।

উক্ত ভিডিওটি যাচাই করে দেখা যায়, ভিডিওটির ০০:০১ থেকে ০১:১৬ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক বলেন, বাংলাদেশ হবে ফিলিস্তিনের মতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে।
পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম DBC News ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ অক্টোবর ‘আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বাংলাদেশ ফিলিস্তিন হবে: ওলামা লীগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ফিলিস্তিন-ইসরাইল হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে। আজকে ফিলিস্তিনের মতো আপনাদের যেমন আফসোস হচ্ছে, যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন তাহলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে।’
অর্থাৎ, প্রচারিত ভিডিওর বক্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ক্ষমতায় নিয়ে আসার বিষয়ে সুন্নীপন্থী হুজুরের বক্তব্য দাবিতে পুরোনো বক্তব্যের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।