সম্প্রতি, ‘তৌহিদী জনতা #Bangladesh’ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দাড়ি-টুপি পরিহিত এক ব্যক্তি বিপুলসংখ্যক মাদকদ্রব্যসহ হাতকড়া পরিহিত অবস্থায় দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাড়ি-টুপি পরিহিত এক ব্যক্তি বিপুলসংখ্যক মাদকদ্রব্যসহ গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশের নয় বরং, জব্দ করা মাদকদ্রব্য বিক্রির দায়ে আটককৃত ব্যক্তি করাচির কাস্টমস বিভাগের অফিসারের।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি গণমাধ্যম MM News এর ওয়েবসাইটে ’মদের বোতল বিক্রির অভিযোগে কাস্টমস কর্মচারীদের গ্রেফতার করেছে পুলিশ’ (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, পুলিশ করাচিতে শুল্ক বিভাগ দ্বারা জব্দ করা মদ বিক্রি করার জন্য ওই ভিভাগের দুই কর্মী ইউনুস এবং খালিদকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত ইউনুস তার ক্লায়েন্টদের কাছে মদ্যপ পানীয় পরিবহনের জন্য রিকশা চালাত। অন্যদিকে, ইউনুস এবং গ্রাহকদের মধ্যে চুক্তির দালালি করতেন খালিদ।
মূলত, ২০১৯ সালে পাকিস্তানের করাচিতে কাস্টমসের দুইজন কর্মচারীকে মদ্যপ পানীয় পরিবহনের অপরাধে আটক করে পুলিশ। উক্ত ঘটনায় ধারণকৃত আটককৃত ব্যক্তির একটি ছবি বর্তমানে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও কোন দেশের নাম উল্লেখ না করে এই ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।