বৃহস্পতিবার, মে 22, 2025

ফারজানা সিথির নাচের দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

সম্প্রতি ‘ট্রাম্প কাকায় ইউনুস এর চিঠি পেয়ে ভয়ে ৭৫ টা দেশের শুল্ক স্থগিত করায় সিঁথি আপ্পোর একখান ড্যান্স’ শীর্ষক শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিথির নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী ফারজানা সিথি নন বরং এটি তানিয়া দেসাই নামের এক ভারতীয় অভিনেত্রীর ভিডিও। মূলত, তানিয়া দেসাইয়ের একটি নাচের ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে। 

ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Tanya Desai’ নামক একজন ভারতীয় অভিনেত্রীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Tanya Desai’s Instagram post 

উক্ত ভিডিওতে থাকা নারী অভিনেত্রীর পোশাক, অঙ্গভঙ্গি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য দেখতে পাওয়া যায়। 

এছাড়া, ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত যে, ইন্সটাগ্রাম থেকে এই ভিডিওটি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তানিয়া দেসাইয়ের মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবরণী থেকে জানা যায়, নৃত্যরত নারীর নাম তানিয়া দেসাই এবং তিনি একজন ভারতীয় অভিনেত্রী। বিভিন্ন সময়ে একই পোশাক পরিহিত একাধিক ভিডিও (এক, দুই, তিন) তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। 

উল্লেখ্য যে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডিপফেক প্রযুক্তির সহায়তায় ভুয়া ভিডিও প্রচারের পরিমাণ বেড়েছে। পূর্বেও মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিথির নাচের দৃশ্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার করা হলে সেসময়ে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (এক, দুই) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ফারজানা সিথির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

  • Instagram Post: Tanya Desai 
  • Rumor Scanner’s analysis 

আরও পড়ুন

spot_img