শুক্রবার, মে 23, 2025

বাংলাদেশে কেএফসি ও বাটায় হামলা নিয়ে এক্সে কোনো পোস্ট করেননি ট্রাম্প

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত ০৭ এপ্রিল দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ঘটনাটির সমালোচনা করে এক্সে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে কেএফসি ও বাটার শোরুমে হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেননি এবং প্রচারিত পোস্টে উল্লিখিত স্ক্রিনশটে যে এক্স অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে তা ট্রাম্পের অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট নয় বরং অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, এটি একটি ব্যক্তিগত প্রোফাইল যা একজন সাধারণ নাগরিক পরিচালনা করেন।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলোতে থাকা এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট সূত্রে এক্সে ‘Donald J. Trump🇺🇲 Update’ নামক উক্ত এক্স অ্যাকাউন্ট ও উক্ত এক্স পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার।

উক্ত এক্স অ্যাকাউন্টটির বায়োতে লেখা পরিচিতি থেকে জানা যাচ্ছে, এটি অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট নয়। এর বায়ো অনুযায়ী, এটি একটি ব্যক্তিগত প্রোফাইল যা একজন সাধারণ নাগরিক পরিচালনা করেন। অ্যাকাউন্টটি যুক্তরাষ্ট্র ও ট্রাম্প সম্পর্কিত সর্বশেষ খবরগুলো পোস্ট করে থাকে। 

অ্যাকাউন্টটির নামের পাশে ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি এক্স প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে অর্জিত। ২০২১ সালে চালু হওয়া এই মডেলে নির্দিষ্ট একটি মাসিক ফি প্রদান করে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক ভেরিফিকেশন পেতে পারেন। তাই ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি কোনো সরকারি বা অফিসিয়াল সংস্থার প্রতিনিধিত্ব করে না। এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উক্ত দাবিতে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত পোস্ট দেওয়া এক্স অ্যাকাউন্টটি ডোনাল্ড ট্রাম্পের নয়। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক এবং জাতীয় গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বাংলাদেশে কেএফসি ও বাটায় হামলা নিয়ে ট্রাম্প এক্সে পোস্ট করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img