সম্প্রতি, ‘সেনাপ্রধানের নির্দেশে গ্রেফতার সাবেক উপদেষ্টা নাহিদ ভিডিও সহ বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের নির্দেশে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এর গ্রেফতার হওয়ার তথ্যটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ গত ৫ এপ্রিল, ২০২৫ প্রকাশ করা হয়েছে ।
কথিত এই সংবাদে দাবি করা হয়, জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান। সাবেক প্রধান উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবন থেকে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছে। রাজধানীর গুলশান এলাকার অভিজাত একটি বাসভবনে হঠাৎ করেই অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম। অভিযান পরিচালনাকারী দলের এক কর্মকর্তা জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন যে নাহিদ ইসলামের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ মজুত রয়েছে। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযানে বাসার বিভিন্ন স্থান থেকে নগদ ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়।
একজন সেনা কর্মকর্তার বরাতে বলা হয়, অভিযানে আমরা বিভিন্ন স্থান থেকে টাকা উদ্ধার করেছি। ক্যাশ টাকা ছাড়াও বেশ কিছু মূল্যবান সম্পদের নথি এবং বিদেশে অর্থ পাচারের গুরুত্বপূর্ণ কাগজপত্র পেয়েছি। অভিযানের সময় নাহিদ ইসলাম বাসায় উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে সেনা সদর দপ্তরে নেওয়া হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। নাহিদ ইসলামকে কাল (২৬ মার্চ) আদালতে তোলা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হবে।
এছাড়া, নাহিদ ইসলামের মতো ব্যক্তি গ্রেফতারের ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
উল্লেখ্য, ঈদের ছুটিতে গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) স্বপরিবারে সিলেট ভ্রমনে যান নাহিদ ইসলাম এবং ৫ এপ্রিল বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করেন।
সুতরাং, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সেনাপ্রধানের নির্দেশে গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jaijaidin – ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে নাহিদ ইসলাম
- Rumor Scanner’s analysis