সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর দাবিটি ভুয়া 

সম্প্রতি, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়া প্রবাসী “সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যু হয়েছে” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মারা যাননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই অনুমান নির্ভর হয়ে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ফেসবুকের উক্ত দাবির পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ করা হয়নি। 

অনুসন্ধানের শুরুতে সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে সেফুদা’কে বলতে শোনা যায়, “আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা প্রচার করছে।” 

পাশাপাশি, সেফায়েত উল্লাহ ওরফে সেফুদা তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্টও শেয়ার করেছেন। 

এছাড়া, জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৪ জুলাই “নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনের বিস্তারিত অংশে সেফুদার আত্মীয়স্বজন ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে তার মৃত্যুর দাবিটি গুজব বলে জানানো হয়। তিনি সুস্থ আছেন এবং বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় তার বাসভবনে অবস্থান করছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

সুতরাং, আলোচিত সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Ittefaq: Website News 
  • Sefet Ullah: Facebook Live 
  • Sefat Ullah: Facebook Post 

আরও পড়ুন

spot_img