সম্প্রতি, ‘এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে ভয়াবহ জঙ্গি হামলা ৯ সেনাসদস্য নিহত’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে কোনো জঙ্গী হামলার ঘটনা ঘটেনি এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনা সদস্যও নিহত হয়নি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘ঢাকা সেনানিবাসে ভয়াবহ জঙ্গি হামলা: ৯ সেনা সদস্য নিহত, ২ জঙ্গি নিহত’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তবে কোনো প্রকাশকাল উল্লেখ নেই।
কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীর ঢাকার উচ্চ নিরাপত্তাবেষ্টিত সেনানিবাসে আজ রাত ১২টার দিকে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ৯ জন সেনা সদস্য নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর তৎপরতায় ২ জন জঙ্গি নিহত হয়েছে এবং আরও একজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, মধ্যরাতে একটি সশস্ত্র জঙ্গি দল সেনানিবাসের পূর্ব প্রবেশদ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করে। ভারী অস্ত্র নিয়ে তারা গুলি বর্ষণ শুরু করে এবং প্রধান নিরাপত্তা চৌকিকে লক্ষ্যবস্তু বানায়। প্রায় ৩০ মিনিটের বন্দুকযুদ্ধের পর সেনা সদস্যরা জঙ্গিদের প্রতিহত করে। সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও, সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের (ISPR) পক্ষ থেকে জানা যায় যে নিহত ৯ সেনা সদস্যের মধ্যে একজন মেজর এবং দুইজন ক্যাপ্টেন রয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই জঙ্গির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আটককৃত একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলার সঙ্গে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে।
উক্ত প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “সেনাবাহিনীর সাহসিকতায় দেশ বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।” স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “সেনানিবাসের মতো সংবেদনশীল এলাকায় হামলা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।” তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা রয়েছে, তা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট, ২০২৪ থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আত্মগোপনে রয়েছেন।
এছাড়া, বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিনদিন পর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহাম্মদ ইউনূস।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্টে জঙ্গী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ সেনাসদস্য নিহত হওয়ার মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
সুতরাং, ঢাকা ক্যান্টনমেন্টে জঙ্গী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ সেনাসদস্য নিহত হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BBC News Bangla – অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা
- Rumor Scanner’s analysis