ফেসবুকে ক্রিকেটার তামিম ইকবালের মৃত্যুর গুজব

গত ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। পরে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরই প্রেক্ষিতে ওইদিন থেকে ‘শিরোনাম: বাংলাদেশের ক্রিকেটে শোকের ছায়া-চিরবিদায় নিলেন তামিম ইকবাল’ শীর্ষক একটি প্রতিবেদন সূত্রে বেশকিছু পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং ‘ক্রিটিক্যাল পিরিয়ড’ পেরিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন, তবে তাকে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। উন্নত চিকিৎসার জন্য ২৫ মার্চ সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে fullmoviedownload76246 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে পরবর্তীতে তামিম ইকবালের ফেসবুক পেজের এ বিষয়ে ২৫ মার্চ প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।

গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ মার্চ দুপুরে তামিমের চিকিৎসক জানিয়েছেন যে তিনি একটি ক্রিটিক্যাল পিরিয়ডে ছিলেন, পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে আসা হয়েছে। তিনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন।

এছাড়া, ২৫ মার্চ বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে তামিম ইকবাল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে সাহায্যের স্মৃতিচারণ করেন তিনি।

পরবর্তীতে, ২৫ মার্চ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য পারিবারিক সিদ্ধান্তে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়।

সুতরাং, তামিম ইকবালের মৃত্যুর বিষয়ে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img