শুক্রবার, মে 23, 2025

সাকিব আল হাসান প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘আমি ব্যাক্তিগত ভাবে মনে করি তার (সাকিবের) খেলার সাথে রাজনৈতিক সম্পর্ক টানা উচিত না। যে কোনো প্লেয়ার রাজনীতি করতেই পারে, এটা তার অধিকার।’ শীর্ষক একটি বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি বরং, খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়া তার একটি মন্তব্যকে বিকৃত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইটে গত ১৯ জানুয়ারি ‘সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, চেক প্রতারণার মামলায় বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়ে গত ১৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা আমার সাবজেক্ট নয়। তিনি আরো বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতির সঙ্গে উচিত না। এটা চলমান অবস্থাতেও নয়। যারা ভবিষ্যতে খেলাধুলা ছেড়ে দেবেন তারা রাজনীতিতে যেতেই পারেন। এটা তাদের অধিকার।

পরবর্তীতে একই ঘটনায় ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ জানুয়ারি ‘সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে জানা যায়, একজন সাংবাদিকের মির্জা ফখরুলের কাছে ক্রিকেটারদের খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোর যৌক্তিকতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত না, এবং যেটা চলমান অবস্থাতেও নয়। এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার।” অতঃপর আরেকজন সাংবাদিকের সাকিব আল হাসানের বিভিন্ন মামলায় জড়ানো ও দেশে ফিরতে না পারা প্রসঙ্গে জানতে চাওয়া থেকে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমি ঠিক মন্তব্য করতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট নয়।”

অর্থাৎ,  মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি৷ 

উপরোক্ত তথ্যাদি থেকে নিশ্চিত করা যায়, সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মির্জা ফখরুলের করা ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত না, এবং যেটা চলমান অবস্থাতেও নয়। এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার।’ শীর্ষক মন্তব্যটিকে বিকৃত করে ‘আমি ব্যাক্তিগত ভাবে মনে করি তার (সাকিবের) খেলার সাথে রাজনৈতিক সম্পর্ক টানা উচিত না। যে কোনো প্লেয়ার রাজনীতি করতেই পারে, এটা তার অধিকার’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে৷ 

সুতরাং, খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা একটি মন্তব্যকে বিকৃত করে সাকিব আল হাসানের প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img