শুক্রবার, মে 23, 2025

‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহনযোগ্য হবে না’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল 

সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না”।  

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না’ শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলোতে ২০২৪ সালের ২০-এ নভেম্বর প্রকাশিত, ‘আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল’ শীর্ষক প্রতিবেদন পাওয়া যায়। 

Comparison: rumor scanner

প্রতিবেদনে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।

অর্থাৎ, এই মন্তব্যের সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। 

সুতরাং,‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img