গত ২১ জানুয়ারি সাংবাদিক শাহেদ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছাত্রলীগে অনুপ্রবেশ প্রসঙ্গে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের নামে ভুয়া মন্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করেন। এরই প্রেক্ষিতে শাহেদ আলমকে জড়িয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি, মূলধারার গণমাধ্যম কালবেলা ও বাংলা আউটলুকের (২) ডিজাইন সম্বলিত মোট ৪ টি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে।
যা দাবি করা হচ্ছে
১. আমেরিকাতে মাংস চুরির অপরাধে সাংবাদিক শাহেদ আলমের জরিমানা করেছে আদালত (আরটিভির ফটোকার্ড)
২. ছাগল চুরি করতে গিয়ে ধরা খেলো শাহেদ আলম (কালবেলার ফটোকার্ড)
৩. পলাতক হাসিনার সাথে যোগাযোগ রাখচেন ইউটিউবার সাহেদ আলম। ভিডিও কল স্কিনশট ফাঁস (বাংলা আউটলুকের ফটোকার্ড)
৪. প্রবাসী ইউটিউব সাংবাদিক শাহেদ আলম এর স্ত্রী শাহাবাগী আক্তার পালিয়েছে রিক্সা ড্রাইভার এর সাথে (বাংলা আউটলুকের ফটোকার্ড)।

আরটিভির ফটোকার্ড দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
কালবেলার ফটোকার্ড দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বাংলা আউটলুকের ফটোকার্ড (১) দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বাংলা আউটলুকের ফটোকার্ড (২) দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাংবাদিক শাহেদ আলমের আমেরিকায় মাংস চুরি, ছাগল চুরি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিওকলে যোগাযোগ কিংবা স্ত্রী রিক্সা ড্রাইভারের সাথে পালিয়ে যাওয়া নিয়ে আরটিভি, কালবেলা কিংবা বাংলা আউটলুক কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং, উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।
ফটোকার্ড যাচাই- ১ (আরটিভি)
‘আমেরিকাতে মাংস চুরির অপরাধে সাংবাদিক শাহেদ আলমের জরিমানা করেছে আদালত’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আরটিভি’র লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভি’র ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে আরটিভি’র প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্ট ও ডিজাইনের ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
ফটোকার্ড যাচাই- ২ (কালবেলা)
‘ছাগল চুরি করতে গিয়ে ধরা খেলো শাহেদ আলম’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলা’র লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলা’র অফিশিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলা’র প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্ট ও ডিজাইনের ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
ফটোকার্ড যাচাই- ৩ (বাংলা আউটলুক)
‘পলাতক হাসিনার সাথে যোগাযোগ রাখচেন ইউটিউবার সাহেদ আলম। ভিডিও কল স্কিনশট ফাঁস’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা আউটলুকের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে বাংলা আউটলুকের ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে বাংলা আউটলুকের প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, বাংলা আউটলুক এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
ফটোকার্ড যাচাই- ৪ (বাংলা আউটলুক)
‘প্রবাসী ইউটিউব সাংবাদিক শাহেদ আলম এর স্ত্রী শাহাবাগী আক্তার পালিয়েছে রিক্সা ড্রাইভার এর সাথে’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা আউটলুকের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে বাংলা আউটলুকের ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে বাংলা আউটলুকের প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে।

তাছাড়া, গত ২২ জানুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে উক্ত ফটোকার্ডটিকে ভুয়া বলে জানানো হয়।
অর্থাৎ, বাংলা আউটলুক এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং, শাহেদ আলমকে জড়িয়ে আরটিভি, কালবেলা ও বাংলা আউটলুকের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- RTV: Facebook Page
- RTV: Website
- RTV: YouTube Channel
- Kalbela: Facebook Page
- Kalbela: Website
- Kalbela: YouTube Channel
- Bangla Outlook: Facebook Post
- Bangla Outlook: Website
- Bangla Outlook: YouTube Channel
- Rumor Scanner’s Own Analysis