সম্প্রতি, মূলধারার গণমাধ্যম বাংলা আউটলুকের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েমের নামে ‘ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা আমাদের কৌশলের অংশ ছিল” শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মো. আবু সাদিক কায়েম ছাত্রলীগে অনুপ্রবেশ নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলা আউটলুকও উক্ত দাবিতে কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং বাংলা আউটলুকের প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা আউটলুকের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে বাংলা আউটলুকের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলা আউটলুকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ২১ জানুয়ারি বাংলা আউটলুকের ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে একটি পোস্ট করা হয়।

এছাড়া, সাদিক কায়েম সম্প্রতি এমন কোনো মন্তব্য করার প্রমাণ বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ছাত্রলীগে অনুপ্রবেশ প্রসঙ্গে মো. আবু সাদিক কায়েমকে উদ্ধৃত করে বাংলা আউটলুকের নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangla Outlook- Facebook Post
- Md Abu Shadik- Facebook Page
- Rumor Scanner’s Own Analysis