শনিবার, মে 24, 2025

দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান জানাননি মির্জা ফখরুল 

সম্প্রতি, ইন্টারনেটে একটি ভিডিও ‘আওয়ামীলীগ সরকার বারবার দরকার, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে দরকার’ শীর্ষক ক্যাপশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে প্রচার করা হয়।

উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় দেড় হাজার বার শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার বার।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভিডিওতে করেননি বরং, দেশের অস্থিতীশীল পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যকে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে সময় টিভির লোগো থাকার সূত্রে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ নভেম্বর  ‘বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের গভীর আক্ষেপ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওর ২০ সেকেন্ড থেকে দেয়া বক্তব্যের সাথে টিকটকে প্রচারিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওতে বিভিন্ন কলেজের ছাত্রদের আন্দোলন এবং দ্বিমুখী সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলকে বক্তব্য রাখতে দেখা যায়। বক্তব্যটি মূলত ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশের একটি আলোচনা সভায় মির্জা ফখরুলের বক্তব্যের একাংশ। আলোচনায় শেখ হাসিনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে দেখা যায়নি মির্জা ফখরুলকে।

পরবর্তীতে,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৭ নভেম্বরে ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য’ শীর্ষক শিরোনামে উক্ত আলোচনা সভার সম্পূর্ণ ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচ্য ভিডিওতে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের আক্ষেপকে শেখ হাসিনা তথা পূর্ববর্তী সরকারের ফিরে আসার আহ্বান হিসেবে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, দেশে শান্তি ফেরাতে মির্জা ফখরুল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img