ইডেন কলেজে পড়া কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে মন্তব্য করেননি উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কলেজ শাখা সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক অনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ তোলেন। উক্ত সাক্ষাৎকারের প্রেক্ষিতে সেসময় বর্তমান  অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইডেন কলেজের মেয়েদের প্রসঙ্গে ‘চোদ্দগুষ্ঠীতে কেউ ইডেন কলেজে পড়ে, এমন কোন মেয়ে কে বিয়ে করবো না।’ শীর্ষক মন্তব্য করেন শীর্ষক দাবিতে সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসিফ মাহমুদ ইডেন কলেজের শিক্ষার্থীদের বিষয়ে আলোচিত মন্তব্যটি করেননি বরং, ২০২২ সালে ইডেন কলেজের শিক্ষার্থীদের প্রসঙ্গে আলোচিত পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আসিফ মাহমুদ পোস্টটির সমালোচনা করে একটি পোস্ট করেন। এতে উক্ত মন্তব্য সম্বলিত একটি স্ক্রিনশট তার পোস্টে যুক্ত ছিল। এই স্ক্রিনশট ব্যবহার করেই আসিফের নামে বর্তমানে অপপ্রচার চালানো হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্টে  ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত স্ক্রিনশট সম্বলিত এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায় সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘চোদ্দগুষ্ঠীতে কেউ ইডেন কলেজে পড়ে, এমন কোন মেয়ে কে বিয়ে করবো না।’ এবং ‘সতীত্ব বিলিয়ে যদি শিক্ষিত’র সার্টিফিকেট অর্জন করতে হয়! তারচেয়ে সতীত্ব হেফাজত করে মুর্খ থাকা অনেক ভালো।’ শীর্ষক শিরোনামে পৃথক দুটো পোস্ট ছড়িয়ে পড়ে। 

Screenshot Collage by Rumor Scanner 

উক্ত পোস্ট ‍দুটির সমালোচনা করেই মূলত সেগুলোর স্ক্রিনশট ব্যবহার করে উপদেষ্টা আসিফ মাহমুদ তার এই পোস্টটি করেন। 

Screenshot: Facebook 

আসিফ তার পোস্টে ইডেন কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। বরং এই পোস্টে তাদের পক্ষেই তাকে মতামত দিতে দেখা যায়। এছাড়া আসিফের সেসময় কোনো পোস্টেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ২০২২ সালে  ‘চোদ্দগুষ্ঠীতে কেউ ইডেন কলেজে পড়ে, এমন কোন মেয়ে কে বিয়ে করবো না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Asif Mahmud Facebook Account Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img