শনিবার, মে 24, 2025

এটি কালিমা পড়ার সময় জনৈক ব্যক্তির মৃত্যুবরণের ভিডিও নয়

সম্প্রতি, “কালিমা পড়তে পড়তে মৃত্যু” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কালিমা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কালিমা পড়ার সময়ে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনার নয় বরং এটি একজন ইন্দোনেশিয়ান ইসলামিক স্কলারের বক্তব্যের ভিডিও এবং ভিডিওটিতে তিনি বক্তৃতা দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন।

ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, TribunbatamID নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২০ এপ্রিলে “Ustaz Zacky Mirza Pingsan saat Beri Ceramah di Pekanbaru(Translation:Ustaz Zacky Mirza fainted while giving a talk in Pekanbaru)” শীর্ষক শিরোনাম প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, উক্ত ইউটিউব ভিডিওর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, আলোচিত ইন্দোনেশিয়ান ইসলামিক স্কলার জ্যাকি মির্জা এবং তার স্ত্রীর ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়।

 

View this post on Instagram

 

A post shared by Achmad Zacky Mirza (@zackymirza_)

মূলত, ২০২১ সালের ১৮ এপ্রিলে ইন্দোনেশিয়ার পেকানবারু শহরে একটি অনুষ্ঠানে ইন্দোনেশিয়ান ইসলামিক স্কলার জ্যাকি মির্জা বক্তৃতা দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান। তার অজ্ঞান হওয়ার সময় ধারনকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঐ ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যবরণ করেছেন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Also Read: ভারতীয় অভিনেতা জিৎ এর ইসলাম গ্রহণের দাবিটি মিথ্যা

উল্লেখ্য, তৎকালীন সময়ে আলোচিত ভিডিওটি জ্যাকি মির্জার মৃত্যুর দাবিতে ছড়িয়ে পরলে তার স্ত্রী একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে মাধ্যমে জানান দাবিটি সত্য নয় এবং জ্যাকি মির্জাকে রিয়াউ রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Shintatanjung (@chintatanjung)

এছাড়া, জ্যাকি মির্জার ইন্সটাগ্রাম একাউন্টের সাম্প্রতিক কার্যক্রম দেখেও নিশ্চিত করা যায় তিনি বর্তমানে জীবিত আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Achmad Zacky Mirza (@zackymirza_)

সুতরাং, ২০২১ সালে ইন্দোনেশিয়ান ইসলামিক স্কলার জ্যাকি মির্জার বক্তৃতা দেয়ার সময়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঐ ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যবরণ করেছেন দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: কালিমা পড়তে পড়তে মৃত্যু
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Ustaz Zacky Mirza Pingsan saat Beri Ceramah di Pekanbaru 
  2. Achmad Zacky Mirza (@zackymirza_) • Instagram photos and videos 
  3. Shintatanjung (@chintatanjung) • Instagram photos and videos 
  4. https://www.instagram.com/tv/CN2YZGYlp_N

আরও পড়ুন

spot_img