সেনাবাহিনী শাহজালাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার ভিডিওগুলোর ডানপাশে উপরে ‘Voice of America বাংলা’র লোগো দেখতে পায়। 

পরবর্তীতে উক্ত লোগোর সূত্র ধরে ‘ভয়েস অফ আমেরিকা বাংলা’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২২ জুলাই কোটা আন্দোলনঃ সোমবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি গত বছরের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ঢাকাসহ সারাদেশে কারফিউ জারি থাকাকালীন সময়ের ২২ জুলাইয়ের ভিডিও। 

অর্থাৎ, উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম The Daily Campus এর ওয়েবসাইটে গত ২৩ মে ‘বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে’—ভাইরাল গুজব নিয়ে যা জানা গেল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তারের বরাতে জানানো হয়, ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এটা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ। প্রতিদিনকার মতোই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হচ্ছে। সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিচ্ছে, এমন খবরের কোনও সত্যতা নেই। এছাড়াও জনগণকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।

সুতরাং, বাংলাদেশ সেনাবাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img