শুক্রবার, মে 23, 2025

পাকিস্তানের পুনর্বাসন কেন্দ্রের ভিডিও ইসরায়েলের জেলখানার দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মুসলিমরা অনাহারে বন্দি হয়ে আছে শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

ইসরায়েলের জেলখানা

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মুসলিমদের বন্দিদশার দৃশ্যের নয় বরং এটি পাকিস্তানের একটি পুনর্বাসন কেন্দ্রের ভিডিও। 

অনুসন্ধানের শুরুতে, প্রচারিত ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Adnan Khan নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ২৬ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিও ক্লিপটি মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কিছু না পেয়ে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি ভালোভাবে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। অ্যাকাউন্টটির 

বিস্তারিত অংশে পর্যবেক্ষণ করে Da Haq Awaz নামের একটি পুনর্বাসন কেন্দ্রের নাম ও ঠিকানার উল্লেখ পাওয়া যায়। যেখানে ঠিকানা হিসেবে পাকিস্তানের পেশোয়ার শহরের নাম রয়েছে। এছাড়াও, উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আশ্রয়প্রার্থীদের একই ধরণের বেশ কিছু ভিডিও রয়েছে। এর মাধ্যমে ধারণা করা যায়, ভিডিওটি পাকিস্তানের কোনো পুনর্বাসন কেন্দ্রের। 

Comparison: Rumor Scanner

ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির বিস্তারিত অংশে পাওয়া পুনর্বাসন কেন্দ্রটির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে জানা যায়, আলোচিত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি মূলত উক্ত পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আদনান খানের। পাকিস্তানের উক্ত পুনর্বাসন কেন্দ্রটি ২০১৪ সাল থেকে চালু রয়েছে এবং ভিন্ন ভিন্ন শহরে এর সাতটি শাখা রয়েছে।

Screenshot: Instagram

মূলত, ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মুসলিমরা অনাহারে বন্দি হয়ে আছে শীর্ষক দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইসরায়েলের কোনো কারাগারের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি পাকিস্তানের একটি পুনর্বাসন কেন্দ্রের। ইন্সটাগ্রামে পাকিস্তানের Da Haq Awaz নামের একটি পুনর্বাসন কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকের ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আশ্রয়ার্থীদের একটি ভিডিও প্রচার করা হয়। পরবর্তীতে, ভিডিওটি সাহায্যে সম্পাদনা করে সাদা-কালো বানিয়ে উক্ত দাবিতে প্রচার করা হয়। 

সুতরাং, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মুসলিমরা অনাহারে বন্দি হয়ে আছে দাবিতে পাকিস্তানের একটি পুনর্বাসন কেন্দ্রের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img