গত এপ্রিল ও মে মাসে ‘Respect American Tv’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন কর্তৃক জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবংকি বিরোধী দলের নেতাদের বিভিন্ন কাজ ও ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে দাবিতে বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। ইউটিউব চ্যানেলটি কার্যক্রম বিশ্লেষণ করে গত এপ্রিল ও মে মাসে সংসদে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নামে ব্যারিস্টার সুমনের বক্তব্য দাবিতে অন্তত ১০ টি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে মুজিবুল হক চুন্নুকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), সাবেক মৎস্য ও প্রাণিমন্ত্রী শ ম রেজাউল করিমকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে পররাষ্ট্রমন্ত্রীকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে রেলমন্ত্রীকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ), সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে শিক্ষামন্ত্রী দীপুমনিকে ধোলাই” এবং “ব্যারিস্টার সুমন এবার সংসদে শিক্ষামন্ত্রী দীপুমনি দুর্নীতি ফাঁস” শীর্ষক শিরোনামে দুইটি ভিডিও (১,২) (আর্কাইভ-১,২) প্রকাশ করা হয়। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে ওবায়দুল কাদেরকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি (আর্কাইভ) এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে সাকিবকে ধোলাই” শীর্ষক শিরোনামে একটি ভিডিও (আর্কাইভ) প্রকাশ করা হয়৷
একই ভিডিওগুলো ফেসবুকেও প্রচার করা হয়।
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন-
- কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে নিয়ে- এখানে (আর্কাইভ)।
- স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে নিয়ে – এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- সাবেক মৎস্য ও প্রাণিমন্ত্রী শ ম রেজাউল করিমকে নিয়ে- এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনকে নিয়ে- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে নিয়ে- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে নিয়ে- এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে- এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে- এখানে (আর্কাইভ)।
- বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে- এখানে (আর্কাইভ)।
একই ভিডিওগুলো টিকটকেও প্রচার করা হয়।
দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
দাবির প্রেক্ষিতে অনুসন্ধান
‘Respect American Tv’ নামক ইউটিউব চ্যানেলটি থেকে প্রচারিত ভিডিওগুলোর দাবি অনুযায়ী হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন এসব সংসদ অধিবেশনে দিয়েছেন।
ভিডিও গুলোর সত্যতা সম্পর্কে কয়েকটি সন্দেহ সামনে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে রিউমর স্ক্যানার টিম।
প্রথমত জাতীয় সংসদের অধিবেশনে একজন সংসদ সদস্য দ্বারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যকে সমালোচনা, তিরস্কার, হুঁশিয়ারি বা আলোচিত দাবিগুলোর সদৃশ কোনো ঘটনা ঘটলে তা অবশ্যই মূলধারার গণমাধ্যমে প্রকাশ হওয়ার আসার কথা। কিন্তু আলোচিত দাবিগুলোর বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, সংসদের প্রতিটি অধিবেশন বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত ইউটিউব চ্যানেলে প্রচারিত সংসদ অধিবেশনের ভিডিওগুলো পর্যবেক্ষণ করেও সায়েদুল হক সুমনকে সংসদে এমন বক্তব্য দিতে দেখা যায়নি।
পাশাপাশি, উক্ত ভিডিওগুলোর দুইটিতে ডা. দীপু মনিকে শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ড. এ.কে. আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী ও শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে, ডা. দীপু মনি বর্তমানে শিক্ষামন্ত্রী নন বরং বর্তমানে তিনি সমাজকল্যাণ মন্ত্রী। বর্তমান শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। এছাড়া, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. এ.কে. আব্দুল মোমেন দায়িত্ব নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ডা. হাছান মাহমুদ এবং শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্বে নেই বরং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্বে রয়েছে মোঃ আব্দুর রহমান।
অর্থাৎ, প্রচারিত দাবিগুলোর মধ্যে থাকা দুইজন ( ড. এ.কে. আব্দুল মোমেন এবং শ ম রেজাউল করিম) কোন মন্ত্রণালয়ের দায়িত্বেই নেই এবং একজন অন্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
দাবিতে প্রেক্ষিতে পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও প্রচার
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন সংসদ অধিবেশনে ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্যের কিছু অংশ কেটে তার সাথে ভিন্ন প্রেক্ষিতে পুরোনো বক্তব্যের অডিও যুক্ত করে আলোচিত দাবিগুলোতে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিগুলোর কয়েকটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ২৭ এপ্রিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে পররাষ্ট্রমন্ত্রীকে ধোলাই” (আর্কাইভ) শীর্ষক শিরোনামে একটি একটি ভিডিও প্রকাশ করা হয়।
উক্ত ভিডিওতে সৈয়দ সায়েদুল হক সুমনকে পররাষ্ট্রমন্ত্রীকে সমালোচনা করে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে দেখা যায়।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রুয়ারি “সংসদে যে প্রশ্নের উত্তর পেলেন না ব্যারিস্টার সুমন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওতে থাকা ব্যারিস্টার সুমনের ড্রেস এবং ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের সাথে হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং শ্রমিকদের নিম্ন মজুরির প্রেক্ষিতে বক্তব্য দেন ব্যারিস্টার সুমন। যেখানে তিনি সাবেক ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কাউকে নিয়েই সমালোচনা কোনো কথা বলেননি।
উক্ত ভিডিওটির কিছু অংশ কেটে ভিন্ন একটি অডিও যুক্ত করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনকে হুঁশিয়ারি দিলেন দাবিতে প্রচার করা হয়।
এরপর অডিওর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ব্যারিস্টার সুমনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি “মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার আবেগি বক্তব্য সরকার ও প্রবাসীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কি?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) বক্তব্য খুঁজে পাওয়া যায়।
একই ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে ওবায়দুল কাদেরকে ধোলাই” (আর্কাইভ) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওটিতেও গত ১৯ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে দেওয়া ব্যারিস্টার সুমনের বক্তব্যের দৃশ্যের সাথে গত বছরের নির্বাচনের প্রচারণার সময় দেওয়া ব্যারিস্টার সুমনের একটি বক্তব্যের (আর্কাইভ) অডিও জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে নিয়ে “ব্যারিস্টার সুমন এবার সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ধোলাই” (আর্কাইভ) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওটিতেও গত ১১ ফেব্রুয়ারিতে সংসদ অধিবেশনে দেওয়া ব্যারিস্টার সুমনের বক্তব্যের সাথে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার সময়কার একটি ভিডিও (আর্কাইভ) এডিট করা প্রচার করা হয়েছে।
একই কায়দায় সংসদে রেলমন্ত্রী জিল্লুল হাকিম, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের বক্তব্য দাবির ভিডিওগুলোও প্রচার করা হয়।
প্রচারিত চ্যানেল নিয়ে অনুসন্ধান
‘Respect American Tv’ নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রচারিত
অধিকাংশ ভিডিওই ভুয়া এবং অপ্রাসঙ্গিক। বেশিরভাগ ভিডিওই এক ঘটনার ভিডিওর দৃশ্যের সাথে আরেক ঘটনার অডিও যুক্ত করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করা প্রায় ৩ লক্ষ ৯০ হাজার সাবস্ক্রাইবার বিশিষ্ট এই চ্যানেলটিতে এপর্যন্ত ২১৮টি ভিডিও প্রকাশ করা হয়েছে যার অধিকাংশই কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়া চটকদার থাম্বনেইলে ও শিরোনামে প্রকাশ করা হয়।

সামান্য পরিবর্তনে ভিন্ন দাবি
‘Respect American Tv’ নামক ইউটিউব চ্যানেলটিতে প্রকাশিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওগুলোর শিরোনাম ও থাম্বনেইলে সামান্য পরিবর্তন করে ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।

যেমন, গত ২৩ এপ্রিল “ব্যারিস্টার সুমন এবার সংসদে ওবায়দুল কাদেরকে ধোলাই”- শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে একটি ভিডিও প্রকাশ করা হয়। পরবর্তীতে গত ০৮ মে ‘ব্যারিস্টার সুমন এবার সংসদে মুজিবুল হক চুন্নুকে ধোলাই’- শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়।
এখানে দেখা যায়, শুধু নাম পরিবর্তন করে নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
একইরকম ভাবে সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবংকি সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে নিয়েও ব্যারিস্টার সুমনের নামে ভুয়া ভিডিও প্রচার করা হয়।
ব্যারিস্টার সুমনকে জড়িয়ে ইন্টারনেটে ভুল তথ্য থেমে নেই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ- ৪ আসন থেকে নির্বাচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ এই সংসদ সদস্যকে জড়িয়ে গত জানুয়ারি থেকে এখন অবধি ইন্টারনেটে প্রচারিত ৩৬ টি গুজব শনাক্ত করেছে রিউমর স্ক্যানার টিম।
হালনাগাদ/ Update
০৩ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে টিকটকেও একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওগুলোকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।