পাকিস্তানের মাওলানা তারিক জামিলের আহতের ছবি দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার 

সম্প্রতি “ইন্না-লিল্লাহ, পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমেদ্বীন, মাওলানা তারেক জামিল সাহেব, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হসপিটাল ভর্তি আছেন। হে মাবুদ প্রিয় শায়েখ কে আপনি দ্রুত সুস্থতা করে দিন আমিন” শীর্ষক শিরোনামে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

তারিক জামিলের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি পাকিস্তানের মাওলানা তারিক জামিলের নয় বরং ছবিটি পাকিস্তানের ইসলামিক স্কলার আজাদ জামিলের।

মূলত, আলোচিত ছবিটি পাকিস্তানের মাওলানা তারিক জামিলের নয়। ছবিটি পাকিস্তানের আরেক ইসলামিক স্কলার আজাদ জামিলের। ২০১৯ সালে পাকিস্তানি ইসলামিক স্কলার আজাদ জামিলের সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তোলা ছবিকে আরেক পাকিস্তানি স্কলার তারিক জামিলের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। 

প্রসঙ্গত, তারিক জামাল ২০২০ সালের ৩১ মে নিম্ন রক্তচাপের কারণে নিজে বাসায় পড়ে গিয়ে আহত হয়েছিলেন। এ তথ্যটি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে সে সময় তিনি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, প্রায় একই দাবিতে বিষয়টি পূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

আরও পড়ুন

spot_img