ভারতীয় শিশু সানবারকে বাংলাদেশের শিশু তাহমিদ দাবিতে আর্থিক সহায়তার নামে প্রতারণা

সম্প্রতি, “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন ।আপনার কত টাকা তো কত কাজে খরচ করেন আজ নাহয় একটা বাচ্চাকে বাঁচাতে কিছু টাকা খরচ করলেন দয়া করে ভিক্ষা দিন ” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তাহমিদ নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতের আফজাল খান ও সাজেদা বেগমের বারো বছর বয়সী পুত্র সানবার খানের ছবি।

মূলত, ছবির শিশুটি ভারতের আফজাল খান ও সাজেদা বেগমের সন্তান সানবার খান। শিশুটি দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে ভারতের কলকাতায় অবস্থিত নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ফান্ডরাইজিং পোস্টগুলো থেকে জানা যায় দুর্ঘটনায় আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য ৭ লাখ রুপি প্রয়োজন।

অন্যদিকে, তাহমিদের আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লেখিত বিকাশ ও নগদ নাম্বারে (01763387395 ) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ঐ নাম্বারগুলোতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পূর্বেও একই ছবিগুলো ব্যবহার করে বাংলাদেশি শিশু  দাবিতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে। তখনও বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

  • আরও দেখুন:
  • SCAM

আরও পড়ুন

spot_img