রফিকুল ইসলাম মাদানীর এই লাইভ ভিডিওটি পুরোনো

সম্প্রতি, “এই মাত্র জেল থেকে ছাড়া পেয়ে লাইভে এসে যা বললেন শিশু বক্তা রফিকুল ইসলাম। শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি প্রায় দুই বছর পুরোনো একটি ভিডিও।

মূলত, ২০২০ সালের জুলাই মাসে আলোচিত ও কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর উস্তাদ ও নবীদের নিয়ে একটি বক্তব্যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হলে তিনি ফেসবুক লাইভে এসে উক্ত বক্তব্য নিয়ে নিজের মতামত তুলে ধরে ক্ষমা প্রার্থনা করেন। সেই সময়ের ঐ লাইভ ভিডিওকেই সাম্প্রতিক সময়ে এই মাত্র পাওয়া জেল থেকে ছাড়া পেয়ে লাইভে এসে যা বললেন শিশু বক্তা রফিকুল ইসলাম দাবিতে ভুয়া লাইভ পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী এখন পর্যন্ত কারাগারেই আছেন। 
আলোচিত লাইভ ভিডিওটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে ভিডিওটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img