সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধীরে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, প্রচারিত ছবিটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানের। শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানে লুঙ্গি পরিহিত এবং সিগারেটের প্যাকেট হাতে থাকা অবস্থায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন শীর্ষক দাবিতে সাম্প্রতিক সময়ে ছবিটি আবারও ফেসবুকে প্রচার করা হয়।
সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানে লুঙ্গি পরিহিত অবস্থায় গিয়েছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শীর্ষক দাবিতে প্রচারিত ছবিতে শেখ হাসিনার উপস্থিতি নেই এবং এটি শেখ হাসিনার বিয়ের অনুষ্ঠানের ছবিও নয় বরং কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। ২০২২ সালের ১৪ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আলোচিত ছবিতে শেখ হাসিনার উপস্থিতি নেই বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।