কণ্ঠশিল্পী মমতাজের দাদি হওয়ার খবরটি প্রায় চার বছর পুরোনো

সম্প্রতি “দাদি হলেন কণ্ঠশিল্পী মমতাজ” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

মমতাজ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কণ্ঠশিল্পী মমতাজের দাদি হওয়ার খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি প্রায় চার বছর পূর্বের।

মূলত, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের ছেলে মেহেদী খান ২০১৮ সালে কন্যাসন্তানের বাবা হোন। মমতাজের দাদি হওয়ার এই ঘটনাটি নিয়ে সেই সময় দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছিলো। সেই সময়ে কণ্ঠশিল্পী মমতাজের দাদি হওয়ার খবরটিই সাম্প্রতিক সময়ে কোনো দিন তারিখ উল্লেখ ব্যতীত ভুঁইফোড় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুনরায় প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

উক্ত সংবাদটি গতবছরের ডিসেম্বর মাসেও ফেসবুকে প্রচার হওয়ার পরে সংবাদটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img