সম্প্রতি একজন মারাত্মকভাবে আহত নারীর রাস্তার পাশে বসে থাকা ও তাকে পাশ থেকে মানুষজনের প্রশ্ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হয়েছে, “চট্টগ্রাম পতেঙ্গা সিবিচ রাতে তাকে তার কিছু বন্ধুরা মিলে ধর্ষন করে তারপর জিব্বাহ কেটে দেয়…”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তার ধারে ক্ষতবিক্ষত নারীর ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং, ভারতের পশ্চিমবঙ্গের কয়েক মাস পুরোনো একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গার দাবিতে প্রচার করা হচ্ছে৷
মূলত, গত ২০ জানুয়ারি গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় উক্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মহিলাকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিলো, মুখের এক দিক থেতলানো অবস্থায় ছিলো এবং বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিলো।

সুতরাং, বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গায় সম্প্রতি বন্ধু কর্তৃক একজন নারীর ধর্ষণ এবং তার জিহ্বা কাটার দাবিতে ভারতের কয়েক মাস পুরোনো একটি ঘটনার ভিডিও প্রচার করা হয়ে আসছে; যা মিথ্যা।
উল্লেখ্য যে, পূর্বেও সমজাতীয় দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হলে বিষয়টিকে মিথ্যা সাব্যস্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।